মুজাহিদুল ইসলাম
বৃহস্পতিবার ২০২৫ইং তারিখ রাত ৯ ঘটিকার সময়, নারায়ণগঞ্জ আড়াইহাজার থানাধীন দয়াকান্দা গ্রামে বাউল শিল্পী মোঃ শাহীন দেওয়ানের নিজ বাড়িতে প্রতি বছরের ন্যায় এ বছরও হযরত কামাল শাহ (রাহঃ)এর ২৮ তম বাৎসরিক ওরশ মোবারক ও বাউল গান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ওরশ কমিটির সভাপতি মোঃ কামাল ভান্ডারীর সভাপতিত্বে, বাংলাদেশের সুনামধন্য গীতিকার সুরকার ও বাউল শিল্পী জনাব মোঃ কবির সরকারের পরিচালনায় ওরশ মোবারক ও বাউল গান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সার্বিক তথ্যবধানে ছিলেন হযরত কামাল শাহ (রহঃ) এর সুযোগ্য সন্তান, বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বাউল শিল্পী জনাব শাহীন দেওয়ান।উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোওয়াত,কোরআন খতম,দোয়া,মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়।এছাড়াও অতিথিদের ফুল দিয়ে বরণ করা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান শেষে বাউল গান শুরু হয়, বাউল গানে অংশ গ্রহণ করেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বাউল শিল্পী আকলিমা সরকার, হোসেন সরকার, বারেক বৈদেশী, মোঃ শরীফ সরকার, শেফালী দাস, লতা দেওয়ান, ময়না রানী,জাকির দেওয়ান, শাহীন সরকার, মোঃ বাবুল সরকার, অনন্যা দেওয়ান, মোঃ মেহেদী হাসান সোহাগ সহ অন্যান্য শিল্পীবৃন্দ।