বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজসেবক আব্দুস সামাদ বেপারীর ইন্তেকাল মাইলস্টোন দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে থাকবেন তারেক রহমান: আমিনুল হক বিএনপি কোন দলের বিরুদ্ধে কুৎসা রটায় না: এম কফিল উদ্দিন আহমেদ বিএনপি জনসাধারণের জন্য কাজ করে: এম. কফিল উদ্দিন আহমেদ আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় ভারতীয় নাগরিক উত্তরা থেকে গ্রেপ্তার গাজীপুরের বাসনের চোরাই তেলের রমরমা বানিজ্য- প্রশাসন নিরব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আমিনুল হকের দেবীগঞ্জে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে গ্ৰাহকদের মানববন্ধন দারুল হাবীব (সা.) মাদরাসা ও এতিমখানার নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিএনপি নেতা আমিনুল হক আড়াইহাজারে ২ দিন ব্যাপী হযরত কামাল শাহ(রাহঃ )এর ২৮তম বাৎসরিক ওরশ মোবারক ও বাউল গান অনুষ্ঠিত।

গাজীপুরের বাসনের চোরাই তেলের রমরমা বানিজ্য- প্রশাসন নিরব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

 

মোঃ মুজাহিদুল ইসলামঃ

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকার বিভিন্ন জায়গায় চোরাই তেলের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু সংখ্যক অসৎ চোরাই ব্যবসায়ী। এ বিষয়ে প্রশাসনের কেন মাথা ব্যাথা নেই, তা জানতে গণমাধ্যমকর্মীগণ অনুসন্ধান চালায়।
প্রশাসনের নাকের ডগায় দিনরাত চব্বিশ ঘন্টাই চালিয়ে যাচ্ছে চোরাই তেলের ব্যবসা।
অনুসন্ধানে দেখা যায়, কিছু সংখ্যক অসৎ ব্যবসায়ী নাওজোড় ওভার ব্রীজের নিচে পশ্চিম পাশে নুরুল ইসলাম, রাকিব, সালাম, ওবাইদুর, হোসেন, আমির ও মোরসালিন নামীয় একাধিক ব্যক্তি রাস্তার পাশে চোরাই তেলের দোকান দিয়ে বসে আছে। সেই অসৎ ব্যবসাীরা চোরাই তেল সংগ্রহ করে থাকে কিছু অসৎ ট্রাক, পিকআপ, কার্গো, অন্যান্য গাড়ীর ড্রাইভারদের নিকট থেকে। সেইসব গাড়ীর ড্রাইভারগণ চোরদের দোকানের মধ্যে গাড়ী ঢুকিয়ে গাড়ী থেকে ডিজেল, পেট্রোল ও অকটেন বাহির করে নাম মাত্র মূল্যে বিক্রি করে থাকে। যখন গাড়ীটি চোরাই দোকানের সামনে দাঁড় করায়, তখন চোরাই দোকানদারগণ দ্রুত পাইপ দিয়ে গাড়ী থেকে তেল বাহির করে তাদের দোকানে মজুদ করে। চোরাই দোকানদার জানান, চোরাই তেলের সকল দোকানদারগণ থানা পুলিশ ম্যানেজ করেই চোরাই ব্যবসা চালিয়ে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানাই নাওজোড় এলাকায় একাধিক চোরাই তেলের দোকান রয়েছে। এই চোরাই তেলের চক্রটি দীর্ঘদিন ধরে এই এলাকায় চোরাই তেলের ব্যবসা করে যাচ্ছে। তারা আরও বলেন চোরাই চক্রটি থানা পুলিশ প্রশাসন, ডিবি পুলিশ সহ সকল প্রশাসনকে মাসিক মোটা অংকের টাকা দিয়ে চোরাই তেলের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
প্রতিবেদক যদিও একাধিক দোকানের মালিকের সাথে কথা বলার জন্য দোকানে যায়, কিন্তু সাংবাদিকদেরকে দেখে তারা দোকান থেকে দ্রুত পালিয়ে যায়। যাদেরকে পাওয়া গিয়েছিল তারা সাক্ষাৎকার দিতে রাজী হননি। তাছাড়া, প্রতিটি দোকানে অপ্রাপ্ত ছেলেদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে যাহা শ্রম আইন বিরোধী।
এলাকাবাসীর দাবি, তারা দ্রুত এই চোরাই তেলের দোকান বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন খানের সাথে এ বিষয়ে কথা বলার জন্য কয়েক দফা দেখা করতে থানায় গেলেও তাকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তিনি থানায় বসতে বলেন, কিন্তু ৪ ঘন্টা বসিয়ে রেখেও তিনি থানায় আসেননি। (ধারাবাহিক পর্ব-১)

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102