
আব্দুল্লাহ আল হৃদয়ঃ-ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
২১ মে ২০২৫ ইং তারিখ রোজ বুধবার দিবাগত রাত অনুমান ৮ টা ৩০ মিনিটে উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই উত্তর পাড়া এলাকায় বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের দিক নির্দেশনায়, ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাজীব আহমেদ সঙ্গীয় নিয়ে, অভিযান চালিয়ে মোঃ তানভীর মিয়া (৩৫)কে গ্রেফতার করা হয়। এ সময় তার বসত ঘর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, উপজেলার বুধন্তী ইউনিয়নের অন্তর গত শশই উত্তর পাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে মোঃ তানভীর মিয়া (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।