শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ধানের শীষে ভোট প্রচার জনসংযোগে ঢাকা-১৮ আসনে বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন কাপাসিয়ায় হযরত শাহ সূফি সৈয়দ আবুল বশর আল মাইজভান্ডারী (কঃ)এর স্মরণে ৩৬ তম বাৎসরিক ওরশ মোবারক ও বাউল গান ৭ নভেম্বরের চেতনায় টঙ্গীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ নওগাঁ-১ আসনে আওয়ামী পন্তী বিএনপির এমপি প্রার্থী তোলপাড়! উত্তরা সার্কেল কর্তৃক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমান মাদক সহ গ্রেফতার ৩ বদলিকৃত কর্মস্থলে অনুপস্থিত ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের সহকারী কাম কম্পিউটার অপারেটর টঙ্গী ব্যাংকের মাঠ বস্তির একাধিক মামলার আসামী শীর্ষ মাদক সম্রাজ্ঞী মোমেলা গ্রেফতার টঙ্গী রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি শৃঙ্খলার দল, লুটেরাদের কোনো জায়গা নেই বললেন-হাসান উদ্দিন সরকার

সরাইলে নিখোঁজের পরদিন মসজিদের দোতলায় মিলল শিশুর রক্তাক্ত মরদেহ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৬৭৪ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজ হওয়ার একদিন পর মাইমুনা আক্তার ময়না (৯) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চন্দু মিয়া পাড়ার একটি মসজিদের দোতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও সহকারী ইমামকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত ময়না ওই এলাকার প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে এবং লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। পাশাপাশি সে স্থানীয় একটি মাদরাসায় নূরানি বিভাগেও পড়ত।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিশুটি শনিবার থেকে নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পাওয়ায় রাতে তার মা সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রোববার সকালে স্থানীয় মসজিদের মক্তবে অন্য শিক্ষার্থীরা আরবি পড়তে এসে দোতলায় ময়নার মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) তপন সরকার বলেন, “শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছি। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।”
এদিকে, এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জজকোর্টের বিশিষ্ট আইনজীবী ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিহত ময়নার পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, “শিশু ময়নাকে পাশবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। সরাইল থানা পুলিশ দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনুক—এই দাবি জানাচ্ছি। পাশাপাশি ময়নার পরিবারকে আমি বিনামূল্যে সব ধরনের আইনি সহায়তা দেব, ইনশাআল্লাহ।”
এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও স্বজনরা দ্রুততম সময়ে হত্যাকারীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102