রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দেবীগঞ্জে জাতীয়তাবাদী আলেম ও ওলামা দলের সমাবেশ দেবীগঞ্জে জাতীয়তাবাদী আলেম ও ওলামা দলের সমাবেশ উত্তরা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক শিবলীর স্মরণে দোয়া মাহফিল টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। দুর্গাপূজায় ভারতে ইলিশ রফতানি শুরু তুরাগে কাশবনে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে আবুল কাশেম সভাপতি, রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত মেসার্স ফুরফুরী ট্রেডার্সের চুক্তি বহাল রাখার দাবিতে তাইবা ট্রেডার্সের সংবাদ সম্মেলন তারারটেক মাদক ব্যবসা চাঁদাবাজী সন্ত্রাসী মাদকাসক্তদের আড্ডা চলবে না বলছে হাজী-মোঃ মোস্তফা জ্জামান।

বিজয়নগরে প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ার প্রত্যয়ে যুব দিবস উদযাপিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা।
অনুষ্ঠানের সভাপতি সাধনা ত্রিপুরা বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার। প্রযুক্তিগত উদ্ভাবন, শিক্ষা, সামাজিক সচেতনতা এবং পরিবেশ সুরক্ষায় তাদের অবদান অনস্বীকার্য।” তিনি আরও বলেন, তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে এবং তাদের চলার পথ মসৃণ করতে সরকার ও সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুল কবীর। তিনি যুব উন্নয়নে সরকারের বিভিন্ন গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সুমন ভূইয়া, উপজেলা মৎস্য অফিসার জায়মন জাহান, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি ও মাসিক সূর্য শপথ পত্রিকার সম্পাদক সারুয়ার হাজারী পলাশ এবং উপজেলা শিক্ষা অফিসার স্বর্ণজিৎ দেব।
বক্তারা তাদের বক্তব্যে যুব সমাজকে মাদকমুক্ত থেকে উন্নত দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। তারা বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, যুব ঋণ গ্রহীতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102