নিউজ ডেস্ক :রাজধানীর তুরাগ থানাধীন ১৭ নম্বর সেক্টরের ১নং রোড জি ব্লক খেলার মাঠের উত্তর পার্শ্বে কাশবনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ সকাল অনুমান ১০টা ২০ মিনিটে এলাকাবাসী কাশবনের ভেতর এক নারীর লাশ দেখতে পেয়ে দ্রুত তুরাগ থানা পুলিশকে খবর দেন।
সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তুরাগ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। নিহতের বয়স অনুমান করা হচ্ছে ২০ থেকে ২৫ বছর।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি রহস্যজনক মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ সময় ঘটনাস্থলে বিপুলসংখ্যক কৌতূহলী জনতা ভিড় করলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক।
তুরাগ থানা পুলিশ জানিয়েছে, নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।