রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দেবীগঞ্জে জাতীয়তাবাদী আলেম ও ওলামা দলের সমাবেশ দেবীগঞ্জে জাতীয়তাবাদী আলেম ও ওলামা দলের সমাবেশ উত্তরা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক শিবলীর স্মরণে দোয়া মাহফিল টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। দুর্গাপূজায় ভারতে ইলিশ রফতানি শুরু তুরাগে কাশবনে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে আবুল কাশেম সভাপতি, রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত মেসার্স ফুরফুরী ট্রেডার্সের চুক্তি বহাল রাখার দাবিতে তাইবা ট্রেডার্সের সংবাদ সম্মেলন তারারটেক মাদক ব্যবসা চাঁদাবাজী সন্ত্রাসী মাদকাসক্তদের আড্ডা চলবে না বলছে হাজী-মোঃ মোস্তফা জ্জামান।

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা :

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদসহ ১৯ টি পদের ১৮ টিতে নিরুঙ্কষ জয় লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থিত প্রার্থীগণ।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)জেলা আইনজীবী সমিতি নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ সোলায়মান আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ যে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ সাতটি সম্পাদকীয় পদ এবং কার্যনির্বাহী সদস্য পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দীতায় জয়লাভ করেন। এতে মোট ১৭জন প্রার্থী জয়লাভ করেন। ফলে ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি ১৮ টি পদ ই বিএনপি সমর্থিত প্যানেলের।

ভোটের ঘোষিত ফলাফলে দেখা গেছে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ ফখরুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট। তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ ইয়াছিন আলী সরকার পেয়েছেন ১০৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সরদার মোঃ তাজুল ইসলাম পেয়েছেন ১২১ ভোট। আর তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ আবুল কাশেম পেয়েছেন ১১২ ভোট।

নির্বাচনে মোট ভোটার ২৪৯। এর মধ্যে ২৪১ টি ভোট কাস্ট হয়েছে। বাতিল হয়েছে ৬টি ভোট। দুটি ব্যালটে সাধারণ সম্পাদক পদে ভোট প্রদান করা হয়নি।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ সোলায়মান আলী বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত ৩১ আগস্ট কার্যনির্বাহী কমিটির ১৭ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। আজ (বৃহস্পতিবার) শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102