শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ধানের শীষে ভোট প্রচার জনসংযোগে ঢাকা-১৮ আসনে বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন কাপাসিয়ায় হযরত শাহ সূফি সৈয়দ আবুল বশর আল মাইজভান্ডারী (কঃ)এর স্মরণে ৩৬ তম বাৎসরিক ওরশ মোবারক ও বাউল গান ৭ নভেম্বরের চেতনায় টঙ্গীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ নওগাঁ-১ আসনে আওয়ামী পন্তী বিএনপির এমপি প্রার্থী তোলপাড়! উত্তরা সার্কেল কর্তৃক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমান মাদক সহ গ্রেফতার ৩ বদলিকৃত কর্মস্থলে অনুপস্থিত ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের সহকারী কাম কম্পিউটার অপারেটর টঙ্গী ব্যাংকের মাঠ বস্তির একাধিক মামলার আসামী শীর্ষ মাদক সম্রাজ্ঞী মোমেলা গ্রেফতার টঙ্গী রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি শৃঙ্খলার দল, লুটেরাদের কোনো জায়গা নেই বললেন-হাসান উদ্দিন সরকার

দেবীগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

 

পঞ্চগড় জেলা সংবাদদাতা :
পঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের শিশু ফাতেমা ধর্ষনের প্রতিবাদ, দোষীকে গ্রেফতার এবং বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের বিজয় চত্বরে এলাকাবাসী ও প্রটেক্ট আওয়ার সিস্টার্স বিডি এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সর্বস্তরের জনসাধরণ ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
এসময় বক্তারা বলেন শিশু ধর্ষনের মত জঘন্য অপরাধীকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রূত ধর্ষকের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরন ও বাদীর পরিবারের সুরক্ষা দাবি করেন তারা।

এর আগে ধর্ষকের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য গেল বুধবার গাড়ি ও চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের হলুদ ক্ষেতে নিয়ে গিয়ে শিশু ফাতেমা কে ধর্ষণ করে প্রতিবেশী কণিক রায়। ধর্ষণের পরে গুরুতর আহত অবস্থায় ফাতেমাকে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত কণিক। পরে পরিবারের সদস্যরা শিশুটির কান্না শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে। ঘটনার দিন বুধবার রাতেই শিশু ফাতেমার বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। অভিযুক্ত আসামি কণিক রায় কে গ্রেপ্তারের জন্য পুলিশি প্রচেষ্টা অব্যাহত আছে।

এদিকে গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর বাবা ও স্বজনদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, অপমানজনক অশালীন ভাষা ও হুমকিমূলক ভঙ্গিতে কথা বলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবুল কাশেম। যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। । এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন পঞ্চগড়ের সিভিল সার্জন মিজানুর রহমান। একজন চিকিৎসকের এমন আচরণে তার বিরুদ্ধেও যথাযথ আইনানুগ ব্যবস্থা ও শাস্তির দাবী জানান মানববন্ধনে উপস্থিত সকলে।

মানববন্ধনে আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত কণিক রায় কে গ্রেফতার করা না হলে দেবীগঞ্জ সহ পুরো পঞ্চগড় জেলায় ব্লোকেট শাট ডাউন কর্মসূচির হুশিয়ারী দেন বক্তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102