বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাঘারচরে দোয়ার আয়োজন ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল: আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে লড়ার ঘোষণা ইঞ্জিনিয়ার শ্যামলের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। ডুসাউ’র নবীনবরণ ও বিদায় সংবর্ধনা উত্তরায় অনুষ্ঠিত খালেদা জিয়া ক্ষমতার চেয়ে গণতন্ত্রকেই বড় করে দেখেছেন: আমিনুল হক। সানন্দবাড়ীতে উপজেলা সহ ৬ দফা দাবিতে ঐক্যবদ্ধ জনতার গণমিছিল নবীনগরে পবিত্র কোরআন অবমাননা: আগুনের লেলিহান শিখায় পুড়ল ধর্মীয় অনুভূতি, গণপিটুনিতে আহত যুবক গ্রেপ্তার জামাল পুর দেওয়ানগঞ্জর ডাংধরায় যুবদলের যুব সমাবেশ অনুষ্ঠিত। 

টঙ্গীতে বিপুল পরিমান হেরোইন ও ইয়াবা সহ মাদক সম্রাজ্ঞী রুনা গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

 

মোঃ মুজাহিদুল ইসলামঃ

গাজীপুর টঙ্গীতে আইনশৃংখলা বাহিনীর ​দীর্ঘদিনের প্রচেষ্টার পর অবশেষে কেরানীটেক বস্তির কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুনা গ্রেফতার। রবিবার (২১ শে সেপ্টেম্বর ২০২৫ ইং) রাতে টঙ্গী পূর্ব থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ওহিদুজ্জামান এর দিক নির্দেশনায় ওসি তদন্ত মোঃ আতিকুর রহমানের ও সেকেন্ড অফিসার এস আই তুহিন এর নেতৃত্বে এস আই মোঃ এহেতেশাম সহ সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কেরানিরটেক বস্তি থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন এবং ১২০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।
​টঙ্গী কেরানিটেক বস্তিতে রুনা হেরোইন, ইয়াবা এবং গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ১৭/১৮ টি মাদক মামলা এবং ১ টি মানি লন্ডারিং মামলা রয়েছে বলে জানা যায়। স্থানীয়দের অভিযোগ, রুনার মাদক সিন্ডিকেটের কারণে টঙ্গীর অসংখ্য তরুণ-তরুণী মাদকের জালে জড়িয়ে পড়েছে, যা এলাকার সামাজিক পরিবেশকে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করছিল। স্থানীয়রা আরও জানাই রুনার বড় ভাই এর আগে ৪৯ কেজি ৯০০ গ্রাম গাঁজা সহ র‍্যাবের হাতে গ্রেফতার হয়। এছাড়াও কিছু দিন আগে রুনার বাবা আব্দুল কাদির ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ র‍্যাবের হাতে গ্রেফতার হয়। তিনি বর্তমানে গাজীপুর জেল খানায় আছেন।
​টঙ্গী পূর্ব থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান জানান, “রুনা টঙ্গী অঞ্চলের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছিলাম। অবশেষে সফল অভিযানের মাধ্যমে তাকে আটক করা সম্ভব হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক নর আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে দ্রুতই আদালতে পাঠানো হবে।”
​তিনি আরও নিশ্চিত করেন যে মাদকের বিরুদ্ধে টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102