বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজসেবক আব্দুস সামাদ বেপারীর ইন্তেকাল মাইলস্টোন দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে থাকবেন তারেক রহমান: আমিনুল হক বিএনপি কোন দলের বিরুদ্ধে কুৎসা রটায় না: এম কফিল উদ্দিন আহমেদ বিএনপি জনসাধারণের জন্য কাজ করে: এম. কফিল উদ্দিন আহমেদ আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় ভারতীয় নাগরিক উত্তরা থেকে গ্রেপ্তার গাজীপুরের বাসনের চোরাই তেলের রমরমা বানিজ্য- প্রশাসন নিরব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আমিনুল হকের দেবীগঞ্জে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে গ্ৰাহকদের মানববন্ধন দারুল হাবীব (সা.) মাদরাসা ও এতিমখানার নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিএনপি নেতা আমিনুল হক আড়াইহাজারে ২ দিন ব্যাপী হযরত কামাল শাহ(রাহঃ )এর ২৮তম বাৎসরিক ওরশ মোবারক ও বাউল গান অনুষ্ঠিত।

কালিগঞ্জে সাংবাদিক জাকারিয়া আল মামুনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

গাজীপুর সংবাদদাতা; 

গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন সাংবাদিক, বন্ধু মহল এবং সুশীল সমাজ।

গাজীপুরের কালীগঞ্জের জামালপুরে দৈনিক ঢাকার ডাক পত্রিকার প্রতিনিধি এবং কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাকারিয়া আল মামুনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধ কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক, বন্ধু মহল এবং সুশীল সমাজ।

গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিক, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাব এবং এসএসসি ও এইচএসসি ০৮/১০ গাজীপুর বন্ধু মহলের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং) বেলা ১১টায় গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন তাঁরা।

এ সময় দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন সাংবাদিকরা। এ কর্মসূচীতে গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব রিংকো, বাংলাদেশ সমাচার এর প্রতিনিধি রেনু আক্তার, বন্ধুদের পক্ষে আজিজুর রহমান, সুজন সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি হাফিজুর রহমান, চ্যানেল এ ওয়ান এর সাংবাদিক আজিজুল, সাংবাদিক মান্নান, কবির সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং বন্ধু মহলের অনেকে।

এ সময় বক্তারা বলেন গত ১১ সেপ্টেম্বর আহত সাংবাদিক মাদকের তথ্য সংগ্রহ করে কালীগঞ্জ থানা প্রেসক্লাবে যাওয়ার পথে সন্ধ্যা ৬:৩০ দিকে জামালপুর বাজারে শুভ মোটরসাইকেল দোকানের সামনে এলাকায় তার মোটর সাইকেল গতিরোধ করে স্থানীয় মাদক সম্রাট মাহমুদুল, ফাহিম সহ সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে পিছন থেকে হামলা করে। সাংবাদিক জাকারি আল মামুন মোটরসাইকেল সহ মাটিতে পড়ে গেলে তারা দেশিয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত দোষীদের গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করুন।

এদিকে, এ ঘটনার পর আহত সাংবাদিক জাকারিয়া আল মামুনের শারীরিক খোঁজ খবর নিয়েছে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক এবংগাজীপুর ০৫ কালীগঞ্জ সংসদীয় আসনের সাবেক এমপি একেএম ফজলুল হক মিলন সহ বিএনপির নেতৃবৃন্দ, জামায়াত ইসলামী গাজীপুর জেলা নায়েবে আমির ও গাজীপুর ০৫ কালীগঞ্জ সংসদীয় আসনের জামায়াত ইসলামের এমপি প্রার্থী খাইরুল হাসান সহ জামাত নেতৃবৃন্দ ও গাজীপুর ০৫ কালীগঞ্জ সংসদীয় আসনের হাতপাখার এমপি প্রার্থী গাজী আতাউর রহমান সহ নেতৃবৃন্দ, গাজীপুর জেলার সাংবাদিকবৃন্দ। এসময় তারা এই সাংবাদিকের পাশে থাকার ঘোষণা দেন।

অপরদিকে, এ ঘটনার পর নিন্দা জানিয়েছে গাজীপুর জেলা এবং কালীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সাংবাদিক সংগঠনগুলো। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102