মোঃ মুজাহিদুল ইসলামঃ
ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ন আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন বিএনপির কেউ যদি অপকর্মে জড়িত থাকে, তিনি দলের যেকোনো পর্যায়ের হোন না কেন—প্রথমে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরও যদি সমাজের কেউ তার বিরুদ্ধে মামলা করতে না চান, তবে আমি নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করব। সোমবার রাতে সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর থানা বিএনপি এবং দক্ষিণখান থানা বিএনপির আয়োজনে গাওইর কাজী বাড়ি এলাকায় সাধারণ জনগণের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর হোসেন এ কথা বলেন। বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক মনির ভূঁইয়ার সভাপতিত্বে সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা জনদুর্ভোগ ও উন্নয়ন ঘাটতির নানা চিত্র তুলে ধরেন। জনগণের প্রশ্নের জবাবে এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপি রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার জনগণের উপর জুলুম-নির্যাতন ও চাঁদাবাজি চালাচ্ছে, সমাজকে একটি অব্যবস্থাপনায় পরিচালনা করছে। এর থেকে পরিত্রাণের জন্যই আজকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মতবিনিময় করেছি। তিনি আরও বলেন, বিএনপি গণমানুষের দল—মানুষের পরামর্শ নিয়েই আমরা পথ চলবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চান। তিনি মানবিক রাষ্ট্র গঠনের জন্য যে কর্মসূচিগুলো দিয়েছেন, আমরা সেগুলো জনগণকে সঙ্গে নিয়েই পালন করে যাচ্ছি, যাতে প্রতিটি সিদ্ধান্তে মানুষের পরামর্শ সম্পৃক্ত থাকে।এসএম জাহাঙ্গীর হোসেন আরও বলেন,আপনারা যদি বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকেন, তারেক রহমানের সঙ্গে থাকেন, তাহলে এমন কোনো শক্তি নেই যে বিএনপিকে পরাজিত করতে পারবে। অতীতে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবারই বিএনপি জয়লাভ করেছে কারণ আপনারা বিএনপির পাশে ছিলেন। বিএনপি গণমানুষের দল। যদি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তাহলে দেশের উন্নয়ন হবে জনগণের চাহিদা অনুযায়ী। অতীতে বিএনপি উন্নয়ন করেছে, ভবিষ্যতেও সেভাবেই উন্নয়ন করবে।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত,বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং আরাফাত রহমান কোকোর জন্য বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিতদের মাঝে তাবারক বিতরণ করা হয়।