আবদুল্লাহ আল হৃদয়ঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, “জনগণের বিপক্ষে গিয়ে কোনো দল টিকতে পারে না। জনবিচ্ছিন্নতার কারণেই আওয়ামী লীগের পতন ঘটেছে। ছব্বিশের আন্দোলনের সময় জনগণ তাদের পাশে ছিল না। তাই জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না।”
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও জনমত গঠনের অংশ হিসেবে হরষপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
ইঞ্জিনিয়ার শ্যামল তার বক্তব্যে আরও বলেন, “বর্তমানে একটি দল মহিলাদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ক্যাম্পেইন চালাচ্ছে, তারা বলছে তাদের ভোট দিলে বেহেশতের চাবি দেবে। এ ধরনের ধর্মীয় বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। মা-বোনদের ধর্মের নামে ভুল পথে পরিচালিত করার চেষ্টা চলছে, বিএনপির নেতা-কর্মীদের এসব প্রতারণা মোকাবিলা করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন হরষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান। এ সময় বক্তব্য রাখেন— জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি জহিরুল হক খোকন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক চেয়ারম্যান আবুল মোবারক মাস্টার, শাহ আলম মাস্টার, এইচ. এম. শাহজাহান মাস্টার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মুমিনুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, অর্থ সম্পাদক হাজী মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর, অ্যাডভোকেট ইমাম হোসেন, হুমায়ুন কবির খান, রাস্টু সরকারসহ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সভা শেষে নেতৃবৃন্দ ৩১ দফা কর্মসূচির পক্ষে গণজাগরণ সৃষ্টিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।