বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাঘারচরে দোয়ার আয়োজন ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল: আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে লড়ার ঘোষণা ইঞ্জিনিয়ার শ্যামলের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। ডুসাউ’র নবীনবরণ ও বিদায় সংবর্ধনা উত্তরায় অনুষ্ঠিত খালেদা জিয়া ক্ষমতার চেয়ে গণতন্ত্রকেই বড় করে দেখেছেন: আমিনুল হক। সানন্দবাড়ীতে উপজেলা সহ ৬ দফা দাবিতে ঐক্যবদ্ধ জনতার গণমিছিল নবীনগরে পবিত্র কোরআন অবমাননা: আগুনের লেলিহান শিখায় পুড়ল ধর্মীয় অনুভূতি, গণপিটুনিতে আহত যুবক গ্রেপ্তার জামাল পুর দেওয়ানগঞ্জর ডাংধরায় যুবদলের যুব সমাবেশ অনুষ্ঠিত। 

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

 

মোঃ জাফর আলীঃ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ লা ডিসেম্বর) বাদ এশা টঙ্গীর বড় দেওড়া টঙ্গী রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বড় দেওড়া কাঁঠালদিয়া হাজী বাড়ী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক বিজয়বাংলা টিভির প্রকাশক ও সম্পাদক পীরজাদা মোঃ নোয়াব আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড় দেওড়া বায়তুন নুর জামে মসজিদের ইমাম আবু মুসা, নূর মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. আব্দুস সুবহান এবং বাইতুল হারেজ জামে মসজিদের ইমাম মো. হাবিবুল্লাহ।

এছাড়াও টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান শাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ জাফর আলী, দৈনিক বিজয়বাংলা টিভির নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ আহমেদ পার্থ, সংবাদ আলোচনার সম্পাদক মো. ইউনুস,মোঃ আশরাফুল আলম, মাসুদ আলম, কিবরিয়া খানম, চায়না আক্তার, সাকিল, পারভেজ মারুফ, আব্দুল কাদের, জয়নাল আবেদীন সরকার, মোঃ আক্তার হোসেন ডালিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও টঙ্গীর বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা দোয়া মাহফিলে অংশ নেন। এর মধ্যে উল্লেখযোগ্য বায়তুন নাঈম জামে মসজিদের খতিব মো. আসিফ, বায়তুল মাহফুজ জামে মসজিদের খতিব মো. আব্দুল মতিন, খাতুনে জান্নাত জামে মসজিদের ইমাম জয়নুল আবেদীন, মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা শওকত আলী সরকারসহ বড় দেওড়া এলাকার বিভিন্ন মসজিদের প্রায় ৩০–৩৫ জন ইমাম-খতিব।

প্রধান অতিথির বক্তব্যে পীরজাদা মো. নোয়াব আলী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেভাবে মজলুম নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অবিচার করেছে, তা দেখে দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তিনি শুধু বিএনপির নেত্রী নন, এখন তিনি জাতির অভিভাবক। তাঁর সুস্থতা কামনায় মানুষ দল-মত ভুলে দোয়া করছেন এটি প্রমাণ করে বেগম জিয়াই দেশের অবিসংবাদিত নেত্রী।

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন কাঁঠালদিয়া হাজী বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল হক। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102