বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী গার্মেন্টসে অজ্ঞাত রোগে অসুস্থ শতাধিক পোশাক শ্রমিক মৌলভীবাজারে এনসিপি নেতাকে ট্রাক চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ক্ষমতায় গেলে জিয়া আদর্শে আগামীর বাংলাদেশ গড়বে বিএনপি : এস এস জাহাঙ্গীর দেওয়ানগঞ্জের ডাংধরায় মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হলো দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৪,৪৪,০০০/ ১৪৮ পিস অবৈধ ভারতীয় প্রিন্টের কম্বলসহ গ্রেফতার ২, বিজয়নগরে আগুনে পুড়ে যাওয়া মাদ্রাসা পরিদর্শনে ইউএনওসহ বিএনপি নেতৃবৃন্দ রাজিবপুরে অনুষ্ঠিত হলো ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ তুরাগ থানা অন্তর্ভুক্ত নলভোগে নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় নারীর মৃত্যু একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেক রহমানের বাসার সামনে আটক হামীম জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের শ্রদ্ধা

রাজিবপুরে শেজাক সাংবাদিক এসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

 

এম এ রহমান রাজিবপুর (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে কুড়িগ্রামের রাজিবপুরে প্রতিষ্ঠিত শেজাক সাংবাদিক এসোসিয়েশন তার পথচলার ছয় বছরের পদক্ষেপ পেরিয়ে সাফল্যের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য অনুষ্ঠান। এতে শেরপুর, জামালপুর ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত প্রায় অর্ধশতাধিক সাংবাদিক একত্রিত হয়ে সাংবাদিক সমাজের ঐক্য, সৌহার্দ্য ও পেশাদারিত্বের বার্তা তুলে ধরেন।

অনুষ্ঠান ঘিরে শেজাক কার্যালয় এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়। প্রবেশমুখে রঙিন ব্যানার, কেক কাটার প্রস্তুতি, অতিথিদের অভ্যর্থনা—সব মিলিয়ে চারদিকে ছিল উৎসবের আমেজ। দীর্ঘদিন একই মঞ্চে দেখা না হওয়া বিভিন্ন জেলার সাংবাদিকরা একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, মতবিনিময়ে অংশ নেন এবং সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করেন।

উদ্বোধনী বক্তব্যে সভাপতিত্ব করেন শেজাক সাংবাদিক এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এস. এম. লুৎফর রহমান। তিনি বলেন—
“সত্য ও ন্যায়ের পথে থাকা সাংবাদিকতার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে। গত ছয় বছরে শেজাক শুধু সংবাদ আদান-প্রদান নয়, সাংবাদিকদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে কাজ করেছে। ভবিষ্যতেও এই ধারাকে আমরা আরও শক্তিশালী করব।”

অতিথিদের উপস্থিতি আলোচনা সভাকে সমৃদ্ধ করে

মূল আলোচনা সভায় বক্তব্য রাখেন—

শেজাক সাংবাদিক এসোসিয়েশনের সহ-সভাপতি জাকির হোসেন,

সাধারণ সম্পাদক ও রাজিবপুরের তরুণ সাংবাদিক তারিকুল ইসলাম তারা,

সমকালের দেওয়ানগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক মিকা,

সাংবাদিক খাদেমুল ইসলাম অলিদ,

সাংবাদিক বিল্লাল হোসেন, সাংবাদিক আবু সাঈদ,

রৌমারী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক মাজাহারুল ইসলাম,

রাজিবপুর উপজেলায় অবস্থিত বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান,

সানন্দবাড়ি প্রেসক্লাবের হারুন অর রশিদ,

সাংবাদিক জাকিউল ইসলাম,

সাংবাদিক ফরিদুল ইসলাম,

রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার সুমন মিয়া,

জনকণ্ঠের সাংবাদিক আনিছুর রহমান আনিছ,

সাংবাদিক রাশিদুল ইসলাম,

সাংবাদিক আনোয়ার হোসেন,

সাংবাদিক আমজাদ হোসেন, সাংবাদিক আক্তার হোসেন, সাংবাদিক আয়নাল হক, সাংবাদিক রেনু মিয়া
সহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে জেলাস্তরের সাংবাদিকদের সমস্যা, নিরাপত্তা, প্রশিক্ষণ, নতুন প্রজন্মকে সাংবাদিকতায় উৎসাহিত করা ও সামাজিক দায়বদ্ধতার মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তারা বলেন—
“সাংবাদিকতার মূল শক্তি হলো সত্যকে তুলে ধরা। স্থানীয় পর্যায়ের সাংবাদিকরাই দেশের তৃণমূল বাস্তবতা তুলে ধরেন, তাই তাদের ঐক্য ও দক্ষতা বৃদ্ধি জরুরি।”

অনুষ্ঠানে বক্তারা শেজাক সাংবাদিক এসোসিয়েশনের বিগত ছয় বছরের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা উল্লেখ করেন যে, সংগঠনটি রাজিবপুরসহ আশপাশের এলাকায় নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সক্রিয় ভূমিকা রেখে আসছে। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সংগঠনটির উপস্থিতি মানুষকে পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জুগিয়েছে।

আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিনটির বিশেষ মুহূর্তটি উদযাপন করা হয়। এরপর উপস্থিত সকল সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বিনিময় ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জেলা-উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিকরা আশা প্রকাশ করেন যে, শেজাক সাংবাদিক এসোসিয়েশন আগামী দিনে আরও বড় পরিসরে কাজ করবে এবং তরুণ প্রজন্মের সাংবাদিকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102