
জাকিউল ইসলাম
দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ মডেল থানায় নবাগত ওসি হিসেবে ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে যোগদান করেন ত্রিশাল থানা থেকে বিদায়ী অফিসার ইনচার্জ মনসুর আহমেদ।
শনিবার সকাল ১১ ঘটিকায় দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর রুমে দেওয়ানগঞ্জে কর্মরত সকল সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত হন।
আলোচনায় সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন নয়া দিগন্তের দেওয়ানগঞ্জ প্রতিনিধি সাংবাদিক খাদেমুল ইসলাম, আমাদের সময় পত্রিকার দেওয়ানগঞ্জ প্রতিনিধি সাংবাদিক খাদেমুল ইসলাম অলিদ, ভোরের কাগজ পত্রিকার দেওয়ানগঞ্জ প্রতিনিধি সাংবাদিক বেলাল হোসেন মন্ডল, কালের কন্ঠ ও বাংলা টিভির দেওয়ানগঞ্জ প্রতিনিধি সাংবাদিক তারেক মাহমুদ, চ্যানেল এস টিভির প্রতিনিধি সাংবাদিক ফারুক আহমেদ,আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মহসিন রেজাউল রুমেল,আমার দেশ পত্রিকার দেওয়ানগঞ্জ প্রতিনিধি সাংবাদিক শামসুল হুদা রতন,দেশ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক রিয়াদ হাসান,ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক দেলোয়ার হোসেন, রুদ্রবাংলা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ও ভোরের চেতনা পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক জাকিউল ইসলাম,এন টিভি প্রতিনিধি সাংবাদিক সাজিদ হাসান,সাংবাদিক আজাদ হাসান প্রমূখ।
মত বিনিময় সভায় সমাপনী ও দেওয়ানগঞ্জবাসীকে শুভেচ্ছা বক্তব্য দেন দেওয়ানগঞ্জ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মনসুর আহমেদ,তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সাংবাদিক ও পুলিশের কাজ একটাই শুধু অস্ত্র দুইটা,আমরা ইউনিফর্ম পরে কাজ করি আর আপনারা ইউনিফর্ম ছাড়া কলম দিয়ে কাজ করেন,সবাই জনস্বার্থে কাজ করি, আপনারা আমার পাশে থাকলে আমি আমার কর্মদক্ষতা দিয়ে দেওয়ানগঞ্জের জনগণের যান এবং মালের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে দেওয়ানগঞ্জের পরিবর্তন সাধন করতে চাই।