বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী গার্মেন্টসে অজ্ঞাত রোগে অসুস্থ শতাধিক পোশাক শ্রমিক মৌলভীবাজারে এনসিপি নেতাকে ট্রাক চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ক্ষমতায় গেলে জিয়া আদর্শে আগামীর বাংলাদেশ গড়বে বিএনপি : এস এস জাহাঙ্গীর দেওয়ানগঞ্জের ডাংধরায় মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হলো দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৪,৪৪,০০০/ ১৪৮ পিস অবৈধ ভারতীয় প্রিন্টের কম্বলসহ গ্রেফতার ২, বিজয়নগরে আগুনে পুড়ে যাওয়া মাদ্রাসা পরিদর্শনে ইউএনওসহ বিএনপি নেতৃবৃন্দ রাজিবপুরে অনুষ্ঠিত হলো ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ তুরাগ থানা অন্তর্ভুক্ত নলভোগে নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় নারীর মৃত্যু একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেক রহমানের বাসার সামনে আটক হামীম জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের শ্রদ্ধা

বিজয় দিবস উপলক্ষে রাশিয়া–বাংলাদেশ বন্ধুত্ব আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশের মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত রাশিয়ান হাউস ইন ঢাকার অডিটোরিয়ামে রাশিয়া–বাংলাদেশ বন্ধুত্ব আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাজধানী ধানমন্ডি সোমবার তারিখ ১৫ ডিসেম্বর ২০২৫ ইং অনুষ্ঠানে আলোচনার মূল স্লোগান ছিল— “লং লিভ রাশিয়া–বাংলাদেশ ফ্রেন্ডশিপ”।

আলোচনাসভায় উপস্থিত ছিলেন লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স একাডেমির চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রাশিয়ান হাউস ইন ঢাকার চেয়ারম্যান মি. এ্যালেকজেন্ডার ক্লেভনয়, রুশ–বাংলা কল্যাণ সংস্থার চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল ওহাব লিটন এবং মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান মনিরুল হক।

আলোচনাসভায় আব্দুল ওহাব লিটন রাশিয়ান ভাষায় বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, রাশিয়া–বাংলাদেশের সম্পর্ক আরও গভীর ও জোরালো করার লক্ষ্যে এ ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাশিয়ান হাউস ইন ঢাকার চেয়ারম্যান মি. এ্যালেকজেন্ডার ক্লেভনয় তার বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি রাশিয়া–বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।

মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান মনিরুল হক তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরেন। তিনি ১৯৭১ সালে জাতিসংঘে বাংলাদেশের পক্ষে রাশিয়ার ভেটো প্রদানসহ মুক্তিযুদ্ধকালে রাশিয়ার গুরুত্বপূর্ণ সহযোগিতার কথা উল্লেখ করেন।

আলোচনাসভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলা ও রাশিয়ান ভাষায় সংগীত পরিবেশন করা হয়। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় ফকির আলমগীর সিজোসি শিল্পগোষ্ঠী।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রশান্ত কুমার বর্মন। বিকেল ৪টায় শুরু হওয়া আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাড়ে ৬টায় সমাপ্ত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102