
স্টাফ রিপোর্টার: উছমান গনি মাহিম
মৌলভীবাজার:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক আফজাল
হোসাইনকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় কয়েকজন ট্রাক মালিক ও শ্রমিকের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাচেষ্টার গুরুতর অভিযোগ করেছেন তিনি।
আফজাল হোসাই জানান, হত্যাচেষ্টার সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের পরিচয় তিনি শনাক্ত করেছেন। অভিযুক্ত তিনজন ব্যক্তি কয়েকদিন আগে তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, “যেকোনো সময় তোমার লাশ পড়বে।” এর কিছুদিন পর তার চাচার মাধ্যমে আবারও বার্তা পাঠানো হয় যে, তিনি যেন রাজনীতি থেকে সরে দাঁড়ান, অন্যথায় যেকোনো সময় রাস্তাঘাটে তার মরদেহ পড়ে থাকতে পারে।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা সবাই ট্রাক মালিক ও শ্রমিক শ্রেণির এবং পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে ট্রাক চাপা দেওয়ার চেষ্টা চালানো হয়েছে।
তিনি আরও জানান, পূর্বে একাধিকবার হুমকির বিষয়ে জানার পর উপজেলার কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্বশীল ব্যক্তি পরিস্থিতি শান্ত করতে অভিযুক্তদের সঙ্গে কথা বলেন। সে সময় ওই রাজনৈতিক ব্যক্তিদের সামনেই অভিযুক্তরা তাকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেন বলে অভিযোগ করেন আফজাল হোসাইন।
ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।